জামিনে বেরিয়ে ধর্ষণচেষ্টা মামলার বাদীর বাবার মাথা ফাটিয়ে দিলেন আসামি

অপরাধ
প্রতীকী ছবি

ঝালকাঠিতে ধর্ষণচেষ্টা মামলার এক আসামির বিরুদ্ধে জামিনে বেরিয়ে মামলার বাদীর (ভুক্তভোগী তরুণী) রিকশাচালক বাবাকে (৬৫) পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার চামটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে সঙ্গে বিচার চাইতে আহত রিকশাচালক রক্তাক্ত অবস্থায় আদালতপাড়ায় যান। পরে আইনজীবীরা আইনি সহায়তার আশ্বাস দিয়ে চিকিৎসার জন্য তাঁকে দ্রুত সদর হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

অভিযুক্ত ধর্ষণচেষ্টার ওই মামলার আসামি মো. হাবিব (২৫)। তিনি মামলার বাদীর পরিবারের সদস্যদের হামলার শিকার হয়েছেন বলে পাল্টা অভিযোগ করেছেন। হাবিবও ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

অভিযুক্ত ‍হাবিব চামটা গ্রামের রব তালুকদারের ছেলে। তিনি আহত ওই রিকশাচালকের বড় মেয়েকে ধর্ষণচেষ্টা মামলার আসামি। মামলার বাদী ওই তরুণী (৩০) জানান, তাঁকে ধর্ষণচেষ্টার অভিযোগে বখাটে হাবিবের বিরুদ্ধে ঝালকাঠি নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে গত ২৭ মার্চ তিনি বাদী হয়ে একটি মামলা করেন। হাবিব দীর্ঘদিন পলাতক ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর আদালত থেকে জামিনে বের হয়ে হাবিব তাঁদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। আজ বেলা দেড়টার দিকে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যান তাঁর বাবা। এ সময় হাবিব চার-পাঁচজন সহযোগী নিয়ে তাঁর বাবার ওপর হামলা চালান। এ সময় পিটিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং রক্তাক্ত জখম করা হয়। পরে বিচারের দাবিতে রক্তাক্ত অবস্থায় বাবাকে নিয়ে তিনি আদালতপাড়ায় হাজির হন।

রিকশাচালকের মাথা কীভাবে ফেটেছে, এ প্রশ্নের তিনি কোনো উত্তর দিতে পারেননি অভিযুক্ত মো. হাবিব।

আহত রিকশাচালক বলেন, ‘বখাটে হাবিব বিভিন্ন সময় আমার মেয়েকে ধর্ষণচেষ্টা ছাড়াও উত্ত্যক্ত করে আসছিল। আজ কোনো কারণ ছাড়াই হঠাৎ লোকজন নিয়ে আমার ওপর হামলা চালায় হাবিব। আমি বখাটে হাবিবের বিচার চাই।’

হাসপাতালে ভর্তি হওয়া অভিযুক্ত মো. হাবিব মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাকে হয়রানি করার জন্য মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা দিয়েছে রিকশাচালকের পরিবার। আজ উল্টো আমার ওপর হামলার ঘটনা ঘটেছে।’ রিকশাচালকের মাথা কীভাবে ফেটেছে, এ প্রশ্নের তিনি কোনো উত্তর দিতে পারেননি।

রিকশাচালকের স্বজনেরা জানান, হাবিব হামলার অভিযোগ থেকে বাঁচতে নিজে আহত হওয়ার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।