হিরণ পয়েন্ট থেকে সাগরে ভাসমান বরগুনার ১১ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরের সুন্দরবন–সংলগ্ন হিরণ পয়েন্ট থেকে উদ্ধার হওয়া জেলেরা। শুক্রবার সকালে
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ায় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসমান ১১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার সকালে বঙ্গোপসাগরের সুন্দরবন-সংলগ্ন হিরণ পয়েন্ট এলাকা থেকে ট্রলারসহ তাঁদের উদ্ধার করা হয়।

আজ বিকেলে কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের (দুবলার চর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই ১১ জেলে সুস্থ আছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুলাই বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ‘এফবি জোবায়েদ’ নামের একটি মাছ ধরার ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান ১১ জন জেলে। মাছ ধরা শেষে ফেরার পথে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে অতিরিক্ত ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগরের জেফোড পয়েন্টের কাছে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর পর থেকে ট্রলারটি সাগরে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাঁরা ঘটনাস্থলে যান।

কোস্টগার্ডের উদ্ধারকারী দল অভিযান চালিয়ে বিকল হয়ে পড়া মাছ ধরার ট্রলারসহ ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে দুবলার চরে নিয়ে যায় এবং জেলেদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয়। ট্রলারের মালিক এলে তাঁর কাছে জেলেদের হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ২৯ জুলাই পাথরঘাটার বিএফডিসি মৎস্যঘাট থেকে জ্বালানি ও রসদ নিয়ে মাছ শিকারের জন্য সাগরে যায় ‘এফবি জোবায়েদ’ ট্রলারের ১১ জন জেলে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর তাঁদের সন্ধান না পেয়ে কোস্টগার্ডকে জানালে তারা জেলেদের উদ্ধার করে।