সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার তাঁর হার্টে তিনটি স্টেন্ট বসানো হয়েছে। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

এর আগে ২০১৪ সালের দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হলে আরিফুল হক চৌধুরীর হার্টে একটি স্টেন্ট বসানো হয়। গত রোববার রাতে তিনি অসুস্থতা বোধ করলে গভীর রাতে তাঁকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গতকাল বুধবার তাঁকে উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক মোমেনুজ্জামান মেয়রের হার্টে তিনটি ব্লক পেয়েছেন। সেখানে তিনটি স্টেন্ট বসানো হয়েছে। তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। হৃদ্‌রোগের সমস্যার পাশাপাশি তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে।