নাটোরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার আহম্মেদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন একটি ট্রাকের চালক শাহীন হোসেন (২৮) এবং চালকের সহকারী জসিম উদ্দিন (২৬)। তাঁদের দুজনের বাড়ি ঝিনাইদহে।
ঝলমলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, আজ সকাল ৬টার দিকে বালুভর্তি একটি ট্রাক নাটোর থেকে ঝিনাইদহে যাচ্ছিল। ট্রাকটি বড়াইগ্রামের আহম্মেদপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বালুভর্তি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিক ট্রাকটির চালক ও তাঁর সহকারীর মৃত্যু হয়। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে দুটি লাশ উদ্ধার করে।
ঝলমলিয়া হাইওয়ে থানার পরিদর্শক এ এন এম মাসুদ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা থানায় এলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।