রাজশাহীতে ডেঙ্গু সচেতনতায় শিক্ষার্থীদের প্রচারণা

রাজশাহী নগরের রানীবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছে
ছবি: প্রথম আলো

ডেঙ্গু ও এডিস মশা নিয়ে নগরবাসীকে সচেতন করতে রাজশাহী নগরের রানীবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে প্রচারণা চালিয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের অলকার মোড় এলাকায় প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, সারা দেশেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছেন। দুদিন আগেও রাজশাহীতে দুজন রোগী মারা গেছেন। নগরবাসীকে সচেতন করতে তাঁর বিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থী রাস্তায় দাঁড়িয়েছিল। তিনি আশা করেন, এতেই অনেক মানুষ সচেতন হবেন। পরিস্থিতি আরও খারাপ হলে তাঁরা শিক্ষার্থীদের নিয়ে আরও বড় কর্মসূচি পালন করবেন।

আরও পড়ুন

শিক্ষার্থীদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ডেঙ্গু থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে’; ‘ফুলের টব ও চৌবাচ্চায় জমানো পানি তিন দিন পরপর পরিবর্তন করুন’; ‘বাড়ির ছাদে ও টবে পানি জমতে দেওয়া যাবে না’; ‘যেখানে-সেখানে ময়লা ফেলা যাবে না, ডাস্টবিনে ময়লা ফেলুন’; ‘রাতে বা দিনে ঘুমানোর আগে মশারি ব্যবহার করুন’; ‘ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন’। এ ছাড়া ডেঙ্গু জ্বরের লক্ষণের ব্যাপারেও বিভিন্ন তথ্যসংবলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা।

এডিস মশা নিয়ন্ত্রণ ও সচেতনতা সৃষ্টির ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকেও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। তাঁরা মসজিদে প্রচার করেছেন। মাইকিং করেছেন। সিটি করপোরেশনের ফেসবুক পেজেও সচেতনতামূলক বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতি শনিবার প্রতিটি ওয়ার্ডে লার্ভিসাইড (লার্ভা মারার ওষুধ) ব্যবহার কর্মসূচি চলছে।