বেতন ও বোনাসের দাবিতে চান্দিনায় পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুমিল্লা জেলার মানচিত্র

ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ১১টায় মহাসড়কের চান্দিনার বেলাশহর এলাকায় এ কর্মসূচি শুরু হয়। বেলা পৌনে একটা পর্যন্ত অবরোধ চলার খবর পাওয়া গেছে। এতে মহাসড়কের দুই পাশে যানজটের কবলে পড়েছেন ঈদে ঘরমুখী যাত্রীরা।

ওই কারখানার নাম ডেনিম প্রসেসিং প্ল্যান্ট। কারখানাটি চান্দিনার বেলাশহর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, ঈদের আর মাত্র দুই দিন বাকি। এখনো ডেনিম প্রসেসিং প্ল্যান্টের কর্তৃপক্ষ তাঁদের বেতন বোনাস দেয়নি। এ ছাড়া চলতি মাসসহ গত মাসের বেতনও পায়নি তাঁরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করায় এর দুই পাশে অন্তত পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালানোর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘আমরা শ্রমিক বুঝিয়ে বলার চেষ্টা করছি। আশা করছি, শিগগিরই সড়ক থেকে উঠে যাবেন তাঁরা।’