যুবলীগ নেতা হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম ওরফে জেম হত্যা মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমানের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন জেলা দায়রা জজ আদালতের বিচারক নির্মলেন্দু দাশ।

জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নাজমুল আজম বলেন, উচ্চ আদালতের আদেশে মামলার ১ নম্বর আসামি মোখলেসুর রহমানসহ ৩৪ জন আসামি ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। চার সপ্তাহ শেষে ৩০ মের মধ্যে জেলা দায়রা জজ আদালতে তাঁদের আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়। ৩০ মে ৩২ জন আসামি আত্মসমর্পণ করলেও মোখলেসুর রহমান করেননি। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আত্মসমর্পণের মেয়াদ পার করে আজ জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে দায়িত্বপ্রাপ্ত দায়রা জজ নির্মলেন্দু দাশ আবেদন নামঞ্জুর করেন।

গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এলাকায় ইফতার কেনার সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন খাইরুল আলম। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হকসহ ৪৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় পুলিশ দুই দফায় ১২ জনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি, মোটরসাইকেলসহ বেশ কিছু আলামত। রিমান্ড শেষে পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।