যশোরে পুকুরে ডুবে প্রবাসী দুই ভাইয়ের দুই সন্তানের মৃত্যু

সুমাইয়া ও সুরাইয়ার লাশ ঘিরে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। মঙ্গলবার দুপুরে যশোরের ঝিকরগাছার মাটিকোমরা গ্রামে
ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে প্রবাসী দুই ভাইয়ের দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাটিকোমরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু দুটি হলো সুমাইয়া (৩) ও সুরাইয়া (২)। সুমাইয়া ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. ইয়ামিনের মেয়ে। সুরাইয়া ইয়ামিনের ভাই মালয়েশিয়াপ্রবাসী মো. ইয়াসিনের একমাত্র সন্তান।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে শিশু দুটির পরিবারের সদস্যরা পুকুরে মাছ ধরতে যান। এ সময় ওই দুই শিশু তাঁদের সঙ্গেই ছিল। যখন সবাই মাছ ধরার কাজে ব্যস্ত, তখন শিশু দুটি পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরে সুমাইয়া ও সুরাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকেন। একপর্যায়ে চাচাতো দুই বোনকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন তাদের নিথর অবস্থায় উদ্ধার করেন।

হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সাংবাদিকদের বলেন, পুকুর থেকে তুলে সুমাইয়া ও সুরাইয়াকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার দুটিতে মাতম চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, শিশু দুটির মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই। তাদের মরদেহ বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।