দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীমসহ সব সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে দেশ টিভি দর্শক ফোরাম আয়োজিত খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব মো. বাবুল হাওলাদার। বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি কুদরত-ই-খুদা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুর ইসলাম, গ্লোবাল খুলনার সভাপতি মামুনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য বড় ভূমিকা রাখছে। সাংবাদিকেরা এই আইনের ভয়ে ভালো করে কাজ করতে পারছেন না। তাঁদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। প্রতিবেদন প্রকাশ করায় দেশ টিভির সাংবাদিক অসীমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ভোর রাতে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে হেনস্তা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় সাংবাদিকেরা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় হয়রানির শিকার হচ্ছেন। ফলে এই আইন তাঁরা বাতিলের দাবি জানাচ্ছেন।