চট্টগ্রামে প্রাইভেট কার চাপায় তরুণের মৃত্যু
চট্টগ্রাম নগরে সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. নুর হোসেন (১৯)। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে পতেঙ্গা থানাধীন বেড়িবাঁধ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম।
এসআই নুরুল আলম বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নুর হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর এক বন্ধু। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, পতেঙ্গা থানাধীন চৌড়ি হালদা এলাকায় থাকতেন নুর হোসেন। তাঁর বাবার নাম মো. নুর নবী। গতকাল বেড়িবাঁধ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। দ্রুতগতিতে ছোটা প্রাইভেট কার নুর হোসেনকে চাপা দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে।