ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুনে দুজনের মৃত্যু

আগুন
প্রতীকী ছবি

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় একটি ফিলিং স্টেশনে আগুন লেগে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে আটটার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের পাশে দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন, দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের সাহাজ উদ্দীনের ছেলে সাহাজুল ইসলাম (২৪) ও একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে বিজয় (১৮)।

আগুনে আরও দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রাত সোয়া নয়টার দিকে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে আটটার দিকে দফাদার ফিলিং স্টেশনে একটি ট্যাংক থেকে তেল আনলোড করা হচ্ছিল। এ সময় হঠাৎ সেখানে আগুন ধরে যায়। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম চালানো হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

আহত দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওসি মজিবর রহমান। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।