শরীয়তপুরে চলছে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব

আজ বুধবার সকাল থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে চলছে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব
ছবি: প্রথম আলো

‘যোগ দাও যুক্তির মেলায়’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব চলছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে এই উৎসবের শুরু হয়। এতে জেলার ১৬টি বিদ্যালয় থেকে আসা বিতার্কিকেরা অংশ নেয়।

বিতর্ক উৎসবের উদ্বোধন করেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বিতর্ক ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মহাম্মদ শুকরানা ও প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ। মাদকের কুফল সম্পর্কে বক্তব্য দেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন।

অধ্যক্ষ ফরিদ আল হোসাইন তাঁর বক্তব্যে বলেন, ‘আমি শিক্ষার্থীদের বলব, তোমরা আগামীর বাংলাদেশ। ভালো সবকিছুর সঙ্গে আমাদের থাকতে হবে। জীবনের যা কিছু ভালো, তার সঙ্গেই তোমরা থাকবে। তাহলেই একজন যোগ্য মানুষ ও ভালো নাগরিক হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।’

বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মহাম্মদ শুকরানা তাঁর বক্তব্যে বলেন, ‘বিতর্ক কখনো তর্ক হয় না। তবে বিতর্ককে আমরা বিশেষায়িত তর্ক হিসেবে ধরে নিই। কোনো কিছু থেকে মুক্তি পেতে হলে যুক্তি দিয়েই সেটি উপস্থাপন করতে হবে, বোঝাতে হবে। জীবনের প্রতিটি ধাপে যুক্তিসংগত আলোচনা-বিতর্ক করেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।’

মাদকের কুফল সম্পর্কে দেওয়া বক্তব্যে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, ‘মাদক শুধু একটি মানুষকে নয়, একটি সমাজ ও একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। আমাদের দেশে যেভাবে মাদকের বিস্তার ঘটছে, তাতে বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্ম চরম হুমকির মধ্যে পড়েছে। মাদক নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

বিতর্ক উৎসব সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি শাহিন সরকার। শরীয়তপুরের বিভিন্ন পর্যায়ের আটজন ব্যক্তি বিচারকের দায়িত্ব পালন করেন। উৎসব ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালা পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পরিষদের বিতর্কবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম খান।

বেলা সাড়ে ১১টার দিকে প্রথম রাউন্ডের বিতর্ক শেষ হয়। এতে বিজয়ী হয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, মাহমুদপুর মডার্ন হাইস্কুল, আলহাজ্ব ইমাম উদ্দিন উচ্চবিদ্যালয়, নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চবিদ্যালয়, ডামুড্যা নিউ নেশন ইসলামি একাডেমি, ইদিলপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বিজারী উপসী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়।