বরফকলে গ্যাস লিকেজে অচেতন শ্রমিক, পরে মৃত্যু

মো. আবুল বশরছবি: পরিবারের সৌজন্যে

চট্টগ্রামের বাঁশখালীতে একটি বরফকল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাজারের দক্ষিণ পাশের একটি বরফকল থেকে তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. আবুল বশর (৪৫)। তিনি উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকার লকিয়ার বাপের নতুন বাড়ির চান্দ মিয়ার ছেলে। তিনি বরফকলটির শ্রমিক ছিলেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, সকালে বরফকলটিতে অ্যামোনিয়া গ্যাসের লিকেজ হয়। এ সময় গ্যাসের তীব্র ঝাঁজালো গন্ধে আবুল বশর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে অচেতন হয়ে বরফকলে পড়ে ছিলেন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চাম্বল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আবুল বশরকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবুল বশরকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে বরফকলের মালিক তাফসীর সিকদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বরফকলে একজনের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।