সব ধর্মাবলম্বীর দেশ বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

সোমবার সন্ধ্যায় চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি
ছবি: প্রথম আলো

ধর্ম যার যার উৎসব সবার—এই নীতিতে চলে আসছে বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার বাংলাদেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মাবলম্বীর দেশ বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে। এ জন্য দেশ বহুদূর এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বের কারণে।

আজ সোমবার সন্ধ্যায় হাইমচর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেছেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ সময় মন্ত্রী হাইমচর উপজেলার শ্রীশ্রী জগন্নাথ মন্দির, রায়ের বাজার দেওয়ান মন্দির, চরভৈরবী ইউনিয়ন পূজামণ্ডপ, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আশ্রম, শ্রীশ্রী দুর্গাশরণ মন্দির পরিদর্শন করেন এবং পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্দির পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, সহসভাপতি এম বাশার, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, চরভৈরবী ইউপির চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিন বিকেলে চাঁদপুর শহরের বিভিন্ন মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় প্রতিটি মন্দিরে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন তিনি।

সুজিত রায় নন্দী বলেন, যাঁরা মসজিদ-মন্দিরের জায়গা দখল করতে চান, তাঁদের প্রতিহত করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।