বিয়ে করতে গিয়ে শখ করে নদীতে গোসলে নেমে বর নিখোঁজ

নিখোঁজ বর আরিফ খানের সন্ধানে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শুক্রবার বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামে সন্ধ্যা নদীতে। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলায় বিয়ে করতে গিয়ে শখ করে নদীতে গোসল করতে নেমে বর নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামে সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ তরুণের নাম আরিফ খান (২৫)। তিনি বাকেরগঞ্জ উপজেলার মো. মিন্টু খানের ছেলে। তিনি গাজীপুরে একটি কোম্পানিতে চাকরি করতেন। তাঁরা তিন ভাই গাজীপুরে থাকতেন।

পরিবার ও স্বজন সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামের মৃত মো. নাসির উদ্দিন সিকদারের মেয়ে নিপা আক্তারের (২০) সঙ্গে পাশের বাকেরগঞ্জ উপজেলার মো. মিন্টু খানের ছেলে আরিফ খানের বিয়ে ঠিক হয়। গতকাল সকালে বিয়ের উদ্দেশে গাজীপুর থেকে সরাসরি গাববাড়ি গ্রামে কনের বাড়িতে যান আরিফ খান ও তাঁর দুই ছোট ভাই সজিব খান (২১) ও তারেক খান (১৮)। তাঁদের পরিবারের কিছু লোকজনও কনের বাড়িতে চলে আসেন। সেখানে বর আরিফের গায়েহলুদ দেওয়া হয়। পরে দুপুরে তিন ভাই মিলে কনের বাড়ির পাশে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে আরিফ খান নিখোঁজ হন।

বিয়ে বাড়িতে এসেছেন আশপাশের লোকজন। গতকাল শুক্রবার বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামে
ছবি: সংগৃহীত

সজিব খান বলেন, গতকাল দুপুরে কাউকে কিছু না জানিয়ে শখ করে তাঁরা তিন ভাই কনের বাড়ির পাশে সন্ধ্যা নদীতে গোসল করতে যান। বড়ভাই আরিফ খান ও ছোট ভাই তারেক খান নদীতে গোসলে নামেন। আর তিনি নদীর পাড়ে বসে ছিলেন। তাঁর দুই ভাই কেউ সাঁতার জানতেন না। গোসলের একপর্যায়ে হঠাৎ দেখেন বড়ভাই আরিফ খান পানিতে তলিয়ে যাচ্ছেন। ছোট ভাই তারেক তাঁর পরনের গেঞ্জি টেনে ধরে আছেন। একসময় গেঞ্জি ছিঁড়ে আরিফ পানিতে তলিয়ে গেলেন। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

গায়েহলুদের সামগ্রী উঠান থেকে সরানোর আগেই বর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামে
ছবি: সংগৃহীত

কাঁদতে কাঁদতে তারেক খান বলেন, ভাইয়ে বিয়ের শেষে গতকালই ভাই-ভাবিকে নিয়ে গাজীপুরে ফেরার কথা ছিল। কিন্তু তা আর হলো না।

উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবদুর রশিদ বলেন, খবর পেয়ে উজিরপুর ও বরিশাল জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। গতকাল রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজ আরিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।