গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে এক কারখানার পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

কোনাবাড়ি-জিরাব আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন কেয়া নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা। সোমবার সকালে গাজীপুরের জরুন এলাকায়
ছবি: প্রথম আলো

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ সোমবার সকাল ৭টা থেকে কেয়া নিট কম্পোজিট লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কোনাবাড়ী-জিরাব আঞ্চলিক সড়ক অবরোধ করেন তাঁরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কে শ্রমিকদের বিক্ষোভ চলছিল। এতে ওই সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

কারখানার শ্রমিক মো. শহিনুল ইসলাম বলেন, ‘বকেয়া বেতনের মধ্যে এক মাসের টাকা গতকাল দেওয়ার কথা ছিল। কিন্তু রাত পর্যন্ত অপেক্ষা করে শ্রমিকেরা বাড়ি ফিরে গেছেন। রোজার মাস, সামনে ঈদ—সব মিলিয়ে বেতন না পেয়ে আমাদের অবস্থা খারাপ। এর আগেও কয়েকবার বেতনের দাবিতে অবস্থান নিয়েছি আমরা। কিন্তু তাঁরা (কারাখানা কর্তৃপক্ষ) শুধু তারিখ পরিবর্তন করছে। যে কারণে আন্দোলন ছাড়া আর কোনো উপায় পাচ্ছি না।’

এ বিষয়ে কথা বলতে কেয়া নিট কম্পোজিটের চেয়ারম্যান আবদুল খালেক পাঠানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি। কারখানার প্রশাসনিক কর্মকর্তা এস এম সুমন আহমেদ বলেন, ‘শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাঁরা কিছুই মানছেন না। তাঁদের বারবার বলছি, আজকেই (সোমবার) বেতন দিয়ে দেওয়া হবে।’

সড়কে অবস্থান নেওয়া কয়েকজন শ্রমিক বলেছেন, কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানায় তিন পালায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। স্টাফ আছেন শতাধিক। স্টাফদের তিন মাসের বেতন বকেয়া। এ ছাড়া শ্রমিকদের গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া আছে। গত বৃহস্পতিবার এ বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ ‘দিই, দিচ্ছি’ বলে কালক্ষেপণ করে। পরে তাঁরা গতকাল রোববার বেতন দেওয়ার কথা জানায়। দিন পেরিয়ে রাত হয়ে গেলেও বেতন না পেয়ে শ্রমিকেরা গতকাল রাতে কারখানায় বিক্ষোভ করেন।

এরপর আজ সকাল ৭টা থেকে তাঁদের একটি পক্ষ কারখানার বাইরে কোনাবাড়ী-জিরাব অঞ্চলিক সড়ক অবরোধ করে। এতে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সময়ে শ্রমিকদের আরেকটি পক্ষ কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করে। কয়েকজন শ্রমিক উত্তেজিত হয়ে কারখানার বেশকিছু গ্লাসও ভাঙচুর করেন।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার একজন কর্মকর্তা বলেন, কারখানার শতাধিক স্টাফ তিন মাসের বেতন পাবেন। এ ছাড়া শ্রমিকেরা বেতন পাবেন দুই মাসের। তাঁদের বেতন না দিয়ে কয়েক দিন ধরে টালবাহানা করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থা নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। তাঁদের বোঝানোর চেষ্টা চলছে এবং মালিকের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। বিকেলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করে দেবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কিন্তু শ্রমিকেরা মালিক পক্ষের কথা বিশ্বাস করতে পারছেন না। তাঁরা এখনই বকেয়া বেতন চাচ্ছেন।