মির্জা ফখরুলের কাছে নিত্যপণ্যের দাম কমানোর ‘ফর্মুলা’ চাইলেন ইনু

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসানুল হক ইনু
ছবি: প্রথম আলো

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘চাল, ডাল, তেল, নুন ও মুরগির ডিমের দাম কমানোর ইতিবাচক ফর্মুলা যদি ফখরুল (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) সাহেব দিতেন, তাহলে আমরা খুশি হতাম। আমি মনে করি, এটা সরকার অদল-বদল অথবা নির্বাচন নিয়ে মাতামাতি করার সময় নয়। এটা হলো জনগণকে শান্তি দেওয়ার সময়, স্বস্তি দেওয়ার সময় ও নিত্যপণ্যের দাম কমানোর সময়। আমরা সরকার সেই কাজটাই করছি। সুতরাং রাজনৈতিক নৈরাজ্য কোনো সমাধান দেবে না বরং জনগণের দুর্ভোগ বাড়াবে।’

আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

যাঁরা সরকারের সমালোচনা করছেন, তাঁদের উদ্দেশে হাসানুল হক বলেন, বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশে এই মুহূর্তে অর্থনৈতিক সংকট চলছে। এতে জনগণের কষ্ট হচ্ছে। এই কষ্ট দূর করার জন্য শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই সংকটকালে যাঁরা সরকারের সমালোচনা করছেন, সরকার অদল-বদলের হুংকার দিচ্ছেন, তাঁরা সংকট মোকাবিলায় গঠনমূলক প্রস্তাব দিতে পারেন। তা না করে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি দুঃখজনক।

বিএনপি নেতাদের উদ্দেশে ইনু বলেন, যাঁরা সমালোচনা করছেন, তাঁরা অতীতে ক্ষমতায় ছিলেন, তাঁরা তো কেউ ফেরেশতা নন। তাঁদের কাছে কোনো জাদুর কাঠি নেই। তাঁরা অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রস্তাব দেন না। কেবল সরকার অদল-বদলের কথা বলে। তাঁরা ক্ষমতার পেছনে ছুটছেন, জনগণের দুঃখ-দুর্দশার ধার ধারেন না।

পরে হাসানুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।