টাঙ্গাইলে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ১৯টি ট্রেনের সময়সূচিতে বিপর্যয়
টাঙ্গাইলে গতকাল সোমবার রাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গগামী প্রতিটি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে। বগি লাইনচ্যুত হওয়ায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ১৯টি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে। প্রতিটি ট্রেন তিন থেকে পাঁচ ঘণ্টা বিলম্বে চলাচল করছে।
গতকাল রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেলপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। টাঙ্গাইল, মহেড়া, মির্জাপুর, গাজীপুরসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে থাকে। পরে পাঁচ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়। রিলিফ ট্রেনের সাহায্যে ওই বগি টাঙ্গাইল রেলস্টেশনে নেওয়া হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের স্টেশনমাস্টার খায়রুল ইসলাম জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের পর দিবাগত রাত ২টা ১০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।
গতকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।