গাইবান্ধার নিহত যুবলীগ নেতার বক্তব্য ভাইরাল, হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি রিমান্ডে

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবলীগ নেতা জাহিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিহত যুবলীগ নেতা জাহিদুল ইসলামের (৩৮) বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারা যাওয়ার আগে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদুল। সেই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে জাহিদুল হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আজ বুধবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন সামিউল ইসলাম ওরফে সামু (৩৪) ও আনোয়ার হোসেন (৩৫)। এ হত্যা মামলায় গতকাল মঙ্গলবার গভীর রাতে মনজু মিয়া নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো। জাহিদুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তাঁর বাড়ি উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল ইসলাম ও তাঁর বন্ধু কবির মিয়া মোটরসাইকেলে করে বামনডাঙ্গা থেকে বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ-সংলগ্ন এলাকায় পৌঁছালে সাত থেকে আটজন দুর্বৃত্ত হঠাৎ রশি টেনে মোটরসাইকেলের গতি রোধ করে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে তারা। লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় তাঁর সঙ্গে থাকা কবিরকে। পরে রক্তাক্ত অবস্থায় জাহিদুল ও কবিরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। জাহিদুল ইসলামের অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির পর রোববার দিবাগত রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে আহত অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত ১২টার দিকে জাহিদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কথা বলার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুসহ বিভিন্ন মাধ্যমে।

আরও পড়ুন

ভিডিওতে জাহিদুল ইসলামকে বলতে শোনা যায়, ‘হামলার সময় মুসা, সামু, ইমতিয়াজ, মুসা কারিমুল্লার ব্যাটা খাদেমুলসহ সাত-আটজন ছিল।’ একজনকে জিজ্ঞাসা করতে শোনা যায়, ‘কেন আপনাকে মারল?’ জবাবে জাহিদুলকে বলতে শোনা যায়, ‘আমি আওয়ামী লীগ করি, আর ওরা বিএনপি-জামায়াত করে। সে জন্য তারা আমাকে এ কাজ করছে।’

পরে নিহত জাহিদুলের বোন আনজুয়ারা বেগমের করা হত্যার মামলায় ওই নামগুলো অন্তর্ভুক্ত করা হয়। মামলার এজাহারে বলা হয়, পূর্বশত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে পূর্বপরিকল্পিতভাবে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫ থেকে ২০ জনকে।
অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপির দুই নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। স্থানীয় বিরোধের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে।

জাহিদুল ইসলাম জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় মারা গেছেন বলে দাবি করেন সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান।

সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জী বলেন, নিহত জাহিদুলের বক্তব্যের ভিডিও, বাদীর এজাহারের অভিযোগসহ সবকিছু বিবেচনায় নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন