বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নদীর ফতুল্লা খেয়াঘাট-সংলগ্ন এলাকায়
ছবি: প্রথম আলো

রাজধানীর কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে মনির হোসেন নামের এক চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত আটটার দিকে পটুয়াখালীগামী এমভি প্রিন্স কামাল-১ লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। মৃত মনির হোসেন কেরানীগঞ্জের কান্দাপাড়া এলাকার আলী আকবর ফকিরের ছেলে। তিনি নিজেই ওই ট্রলারের চালক ও মালিক ছিলেন।

ফতুল্লা পঞ্চবটী বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন মিয়া জানান, পটুয়াখালীগামী এমভি প্রিন্স কামাল-১ নামের যাত্রীবাহী লঞ্চটি বুড়িগঙ্গা নদীর ফতুল্লা খেয়াঘাট-সংলগ্ন এলাকায় ওই ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারের চালক মনির লঞ্চ ও ট্রলারের নিচে তলিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা লঞ্চঘাটের ইজারাদার মো. প্রিতম বলেন, দ্রুতগতিতে পটুয়াখালীগামী লঞ্চটি ফতুল্লা খেয়াঘাটে থাকা কয়েকটি ট্রলারের ওপর উঠিয়ে দেয়। এরপর তাঁরা ডুবে যাওয়া ট্রলারের নিচ থেকে মনির নামের একজনকে উদ্ধার করে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠান। কর্তব্যরত চিকিৎসকেরা মনিরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইয়ার আলী প্রথম আলোকে বলেন, ট্রলার দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। লঞ্চটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।