গাজীপুরে অবরোধের মধ্যে কাভার্ড ভ্যানে আগুন

গাজীপুরের কালীগঞ্জে বুধবার ভোরে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন আজ বুধবার গাজীপুরের কালীগঞ্জে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানে থাকা দুজন দগ্ধ হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান গাজীপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি কালীগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস সড়কে আজ ভোর পাঁচটার দিকে নাগরীর গলান এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গতি রোধ করে। পরে তারা কাভার্ড ভ্যানের চালকের আসনের পাশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করা হয়। সেখান থেকে জেনে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে কাভার্ড ভ্যানে থাকা দুজন দগ্ধ হয়েছেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে কাভার্ড ভ্যানের সামনের অংশ পুড়ে গেছে। এ ছাড়া দুজন সামান্য দগ্ধ হয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বলেন, আগুনে দুজন দগ্ধ হয়েছেন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।