বিউটি পারলারের আড়ালে মাদক ব্যবসা, পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই বোন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুই হাজার ইয়াবা বড়িসহ দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের একটি বিউটি পারলার থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, বিউটি পারলারের আড়ালে দীর্ঘদিন ধরে তাঁরা মাদক ব্যবসা করে আসছিলেন।
গ্রেপ্তার দুই নারী হলেন উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দোভাষী বাজার আমতলী এলাকার মুন্নী বেগম (৩২) ও তাঁর ছোট বোন রূপা আক্তার ওরফে আমেনা (২০)।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার মুন্নী বিউটি পারলারে অভিযান চালানো হয়। অভিযানে মুন্নী বিউটি পারলারের মালিক মুন্নী বেগম ও তাঁর ছোট বোন রূপা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি কক্ষের খাটের নিচ থেকে নীল রঙের সাতটি জিপারের প্যাকেটে রাখা প্রায় দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে দুই বোন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিউটি পারলারের আড়ালে দুই বোনের মাদক ব্যবসা চালানোর কথা জানিয়েছেন স্থানীয় লোকজনও।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পুলিশের করা মামলায় দুই বোনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানায়, মুন্নী বেগমের বিরুদ্ধে স্বর্ণ চুরি, মারধরসহ এর আগের তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুই বোনকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।