নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গতকাল রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার খেজুরতলা এলাকায়
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, এনআর ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৩-২২৮২) নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গতকাল দিবাগত রাত ১টা ২০ মিনিটে বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় এসে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৩২৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।

ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ঝলমলিয়া থানা হেফাজতে রয়েছে। তাঁরা হলেন বাসের সুপারভাইজার বেলাল হোসেন (২৬) ও চালকের সহকারী আনোয়ারুল ইসলাম (২৮)।

ঝলমলিয়া হাইওয়ে থানার পরিদর্শক মাসুদ রানা আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। নিহত ব্যক্তিদের লাশ থানায় আছে। তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে দুটি গাড়ি বেপরোয়াভাবে চলছিল বলে ধারণা করা হচ্ছে।