মাজার পরিচালনা কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ওরস শুরু হয়ে শুক্রবার বাদ জুমা বিশেষ মোনাজাতের মাধ্যমে বার্ষিক আয়োজন শেষ হয়েছে। পরে ওরসের দানবাক্সে জমা হওয়া টাকা গতকাল শনিবার দুপুর থেকে গণনা শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়। টাকা গণনার সময় উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম, উল্লাপাড়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, মাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল হাই প্রমুখ। গণনা শেষে প্রাপ্ত টাকা তাড়াশ থানা হেফাজতে রাখা হয়। পরে তা ব্যাংকে জামা রাখা হয়েছে।

গত বছর ওরসের সময় দানবাক্সে প্রাপ্ত টাকার চেয়ে এবার প্রায় চার লাখ টাকা বেশি জমা পড়েছে বলে জানিয়েছেন ইউএনও।

প্রতিবছর তাড়াশের নওগাঁ ইউনিয়নে শাহ শরিফ জিন্দানি (রহ.)-এর মাজারে তিন দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরসে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়াসহ বিভিন্ন জেলার হাজারো মানুষের সমবেত হন।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, তিন দিনব্যাপী বার্ষিক ওরস শেষে দানবাক্স খুলে ৩১ লাখ ৩৬ হাজার ২৯৫ টাকা পাওয়া গেছে। টাকাগুলো গণনার পরে পুলিশ ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্যে উপজেলা সদরের একটি ব্যাংকে জমা রাখা হয়েছে।