নিখোঁজ আসিফের এজেন্ট নেই, দেড় ঘণ্টায় দেড় শতাংশ ভোট

কেন্দ্র ফাঁকা, ভোটার নেই। বুধবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটায় উপজেলার ১৩২টি কেন্দ্রের ৮২৬টি বুথে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। আশুগঞ্জে দুটি কেন্দ্রের দুটি বুথে দেড় ঘণ্টায় একটি ভোটও পড়েনি। আবদুস সাত্তার ভূঁইয়ার (কলার ছড়া) ও জাতীয় পার্টির প্রার্থীর এজেন্ট থাকলেও নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের কোনো এজেন্ট ছিলেন না এসব কেন্দ্রে।

এদিকে ভোট গ্রহণ শুরু হলেও বিএনপির দলছুট নেতা ও আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট উকিল আবদুস সাত্তারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ আহমেদের খোঁজ আজ দুপুর ১২টা পর্যন্ত মেলেনি।

আবু আসিফ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি বিএনপির দলছুট নেতা ও আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট পাঁচবারের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ। প্রায় ৯২ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে আবু আসিফ আহমেদের সন্ধানের জন্য এক ব্যক্তি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীরের কাছে লিখিত আবেদন পাঠান।

আজ সকাল সাড়ে নয়টার দিকে আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে একজন ভোটারও পাওয়া যায়নি। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৮০। ৬টি বুথে ততক্ষণে ভোট পড়েছে ৪৩টি। এ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা আছেন ১৯ জন, আনসার সদস্য ১২ জন, পুলিশ সদস্য ৫ জন ও ৬ জন পুলিশ সদস্যের একটি স্ট্রাইকিং ফোর্স। নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বে আছেন ৪২ জন। ভোট পড়েছে ৪৩টি। এক ঘণ্টায় মোট ভোটের ১ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে এ কেন্দ্রে।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ কেন্দ্রে বুথ-১-এ ৫০২ ভোটের মধ্যে পড়েছে ১১টি, বুথ-২-এ ৫০২টি ভোটের মধ্যে ১০টি, বুথ-৩-এ ৫০১টি ভোটের মধ্যে ১টি, বুথ-৪-এ ৪৫৯টি ভোটের মধ্যে ৮টি, বুথ-৬-এ ৪৫৭টি ভোটের মধ্যে ২টি ভোট পড়েছে। বুথ-৫-এ ভোটার সংখ্যা ৪৫৯, এক ঘণ্টায় একটি ভোটও পড়েনি। এ কেন্দ্রে আবদুস সাত্তার, জাতীয় পার্টি ও জাকের পার্টির এজেন্ট পাওয়া গেলেও নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের কোনো এজেন্ট পাওয়া যায়নি।

প্রিসাইডিং অফিসার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ভোটার উপস্থিতি কম। তবে ভোটার আসছেন।

আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কোনো ভোটার উপস্থিতি চোখে পড়েনি। তবে কেন্দ্রের বাইরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভোটারদের আনার কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।

সকাল ১০টা পর্যন্ত এ কেন্দ্রর ৮টি বুথে ৩ হাজার ৯৩৩ ভোটের মধ্যে ৪৯টি ভোট পড়েছে। অর্থাৎ দেড় ঘণ্টায় মোট ভোটের ১ দশমিক ২৪ শতাংশ ভোট পড়েছে এ কেন্দ্রে।

১০টা পর্যন্ত এ কেন্দ্রের বুথ-১-এ ৫২৭ ভোটের মধ্যে পড়েছে ১৪ ভোট, বুথ-২-এ ৫২৭ ভোটের মধ্যে পড়েছে ১০ ভোট, বুথ-৩-এ ৫২৭ ভোটের মধ্যে পড়েছে ৫টি, বুথ-৪-এ ৫২৫ ভোটের মধ্যে পড়েছে ৪টি, বুথ-৬-এ ৪৫৭ ভোটের মধ্যে ১টি, বুথ-৭-এ ৪৫৭ ভোটের মধ্যে ৮টি ভোট ও বুথ-৮-এ ৪৫৬ ভোটের মধ্যে পড়েছে ৫ ভোট। বুথ-৫-এ ৪৫৭ ভোট থাকলেও দেড় ঘণ্টায় কোনো ভোট পড়েনি। বুথ ৫ ও ৭ কোনো প্রার্থীর এজেন্ট নেই। এ কেন্দ্রে কলার ছড়া ও জাতীয় পার্টির প্রার্থীর এজেন্ট পাওয়া গেলেও বাকি দুই প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি। বুথ-৫-এ ভোটারসংখ্যা ৪৫৯টি। এক ঘণ্টায় একটি ভোটও পড়েনি।

প্রিসাইডিং কর্মকর্তা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে নয়টা পর্যন্ত ২০-২২টি ভোট পড়েছে।

এখন পর্যন্ত নির্বাচনী মাঠে আছেন বিএনপির দলছুট নেতা আবদুস সাত্তার ভূঁইয়া (কলার ছড়া), আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ (মোটরগাড়ি), জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল হামিদ ভাসানী (লাঙল) ও জাকের পার্টির জহিরুল ইসলাম (গোলাপ ফুল)। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন।