নির্মাণাধীন ভবনের সামনে থেকে আহত তরুণ উদ্ধার, পরে মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনের সামনে থেকে আহত অবস্থায় মোহাম্মদ আরিফ (২২) নামের এক তরুণকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার জিগাতলা উচ্চবিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের সামনে থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মোহাম্মদ আরিফ উপজেলার সিংহেরচর গ্রামের মো. সোনা মিয়ার ছেলে। বেশ কিছু দিন ধরে আরিফ মানসিক ভারসাম্যহীন ছিলেন। নির্মাণাধীন ওই ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে আরিফ বাড়ি থেকে বের হন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন জিগাতলা উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সামনে আহত অবস্থায় তাঁকে দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় কয়েকজন বলেন, ওই তরুণ মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যেই নির্মাণাধীন ভবনের ছাদে উঠে বসে থাকতেন। বুধবার রাতের কোনো এক সময় তিনি ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকে কোনোভাবে তিনি পড়ে গিয়েছিলেন।

বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর কবির সাংবাদিকদের বলেন, ওই তরুণ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ওই ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। পরে লাশটি পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।