সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় মিছিল নিয়ে যাচ্ছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। এতে নার্সিং শিক্ষার্থী ও কর্মকর্তারা যোগ দেনছবি: আনিস মাহমুদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রতিবারের মতো এবারও নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করতে সিলেট এলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিমানবন্দর থেকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যাবেন। পরে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে বিশ্রাম নেবেন। বেলা দুইটায় তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে বিভাগের চার জেলার নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে লোকজন খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। সবশেষ গত বছরের ২১ জুন বন্যার্ত ব্যক্তিদের দেখতে সিলেট ও সুনামগঞ্জ সফর করেন শেখ হাসিনা। এ সময় তিনি সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভায়ও অংশ নেন। তবে ২০১৮ সালের পর আজই প্রধানমন্ত্রী সিলেটের কোনো জনসভায় ভাষণ রাখছেন। দীর্ঘদিন পর আজকের আয়োজিত এ জনসভায় অন্তত ১০ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চাইছে আওয়ামী লীগ।

আরও পড়ুন

আওয়ামী লীগের প্রবীণ একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮১ সালের ২৯ মে শেখ হাসিনা প্রথমবার সিলেট সফরে আসেন। সে সময় তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ভাষণ দেন। এরপর ১৯৮৬ সালের ১০ অক্টোবর সিলেট সফরকালে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন। পরবর্তী সময়ে তিনি নিয়মিত বিরতিতে সিলেটে নানা কর্মসূচিতে যোগ দেন।

আরও পড়ুন