রেললাইনে হাঁটছিলেন, ব্যস্ত ছিলেন মুঠোফোনে, অতর্কিতে ট্রেনের ধাক্কা

ট্রেন
ফাইল ছবি

রাত তখন প্রায় ১২টা। রেললাইন ধরে মুঠোফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন ওয়াইবার ত্রিপুরা (২০) নামের এক তরুণ। পেছন থেকে হুইসেল বাজাতে বাজাতে আসছিল ট্রেন। কিন্তু সেই হুইসেলের আওয়াজ শুনতে পাননি ওই তরুণ। এতেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তিনি।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াইবার ত্রিপুরা বান্দরবান জেলার সোনাই চন্দ্র ত্রিপুরার ছেলে। তিনি সুলতানা মন্দির এলাকার একটি কারখানায় দৈনিক ভিত্তিতে শ্রমিকের কাজ করতেন।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী ‘তূর্ণা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে রাত পৌনে দুইটার দিকে রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সদস্যরা তাঁর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ওয়াইবার ত্রিপুরা নামের ওই তরুণ রাতে ঢাকামুখী রেললাইনের ওপর দিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়। তাঁর মাথার ডান পাশে ও শরীরের ডান অংশে ট্রেনের ধাক্কা লাগে। খোরশেদ বলেন, নিহত তরুণের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তিনি যতটুকু জানতে পেরেছেন, ওয়াইবার খুবই দরিদ্র পরিবারের সন্তান।