গৌরনদীতে বিএনপির তিনজনকে পিটিয়ে জখম

হামলায় আহত করিম সরদার
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার চাদশী ইউনিয়নের তিনটি স্থানে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

আহত তিনজন হলেন চাদশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. করিম সরদার, একই ইউনিয়ন বিএনপির কর্মী মো. মন্টু ব্যাপারী ও বিএনপির সমর্থক মো. তুহিন সরদার। তাঁদের মধ্যে গুরুতর আহত মো. করিম সরদারকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অপর দুজন হামলার আশঙ্কায় গোপনে চিকিৎসা নিচ্ছেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় দুই নেতাকে হত্যার প্রতিবাদে দলটির নেতা-কর্মীরা কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেন—এমন আশঙ্কায় গৌরনদীর স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা কয়েক দিন ধরে হামলা চালিয়ে বিএনপির ১২ নেতা-কর্মীকে আহত করেন। একই আশঙ্কায় গতকাল রাতেও তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

বিএনপির নেতা-কর্মীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে বকুলতলা এলাকায় পৌঁছালে চাদশী ইউনিয়ন বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. করিম সরদার পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।

আহত করিম সরদার অভিযোগ করেন, চাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে ২৫–৩০ জন সন্ত্রাসী জিআই পাইপ, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।

রাত ৯টার দিকে দক্ষিণ নাঠে গ্রামের জয়নালের দোকানের সামনে চাদশী ইউনিয়ন বিএনপির কর্মী মো. মন্টু ব্যাপারীর ওপর (৩৩) জিআই পাইপ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এতে তাঁর হাঁটু ও শরীরে পিটিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। মো. মন্টু ব্যাপারী বলেন, ‘আমাকে রক্ষায় মা শেফালী বেগম (৬৫) এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়েছে। সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে আমার ওপর হামলা হয়েছে।’

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাজার থেকে বাড়ি আসার পথে নরসিংহলপট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তেঁতুলতলা পৌঁছালে প্রবাসী মো. তুহিন সরদারের (৪২) ওপর একই কায়দার হামলার ঘটনা ঘটেছে। তুহিন সরদার বলেন, ‘সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসী জসিমসহ ২৫–৩০ জন রড ও কাঠের বাতা দিয়ে আমাকে পিটিয়ে জখম করেছে।’

অভিযোগের বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। প্রকৃত ঘটনা হচ্ছে, ইউনিয়নের মাদকাসক্ত বখাটেদের প্রতিরোধ করতে গেলে নেশাগ্রস্ত সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমার তিন সমর্থককে জখম করেছে। সন্ত্রাসীরা নিজেদেরও রক্ষায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এসব ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।