আওয়ামী লীগের প্রার্থী শিবলী সাদিককে কারণ দর্শানোর নোটিশ

দিনাজপুর জেলার মানচিত্র

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শিবলী সাদিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার নির্বাচনী এলাকা-১১-এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ হাসিবুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এ কারণ দর্শানো হয়।

আগামীকাল মঙ্গলবার বিকেল চারটার মধ্যে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের দপ্তরে সশরীর উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে শিবলী সাদিককে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠি সূত্রে জানা যায়, শিবলী সাদিক সম্প্রতি নির্বাচনী এলাকায় সহস্রাধিক নেতা-কর্মীসহ মোটরসাইকেল এবং গাড়ির বহর নিয়ে শোডাউন দিয়েছেন। প্রচার ও সংবর্ধনায় অংশগ্রহণ করেছেন। এতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এসব কর্মকাণ্ডের চিত্র ফেসবুকে ছড়িয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। ফলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণার পর ২৮ নভেম্বর সকালে শিবলী সাদিক তাঁর নির্বাচনী এলাকায় পৌঁছান। ঘোড়াঘাট উপজেলার মাজারপাড়া এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাঁকে সংবর্ধনা জানান। সেখান থেকে তিনি আজাদ মোড় এলাকায় আসেন। সেখানে তৈরি করা মঞ্চে বক্তব্য দেন তিনি। রানীগঞ্জ এলাকায় সংবর্ধনা শেষে নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলায় যান। পথে তাঁর সঙ্গে তিন শতাধিক মোটরসাইকেল, কিছু মাইক্রোবাস ও খোলা ট্রাকে প্রায় দুই হাজার মানুষের বিশাল বহর ছিল। এ সময় সড়কের বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে শিবলী সাদিক প্রথম আলোকে বলেন, ‘গত ২৮ নভেম্বর ঘোড়াঘাট উপজেলার জিরো পয়েন্টে জ্বালাও–পোড়াও ও অগ্নিসন্ত্রাসবিরোধী একটি সভার আয়োজন করেছিলেন দলীয় নেতা-কর্মীরা। একই দিনে ঢাকা থেকে আমিও রওনা হই। ওই সময় জিরো পয়েন্টে নেতা-কর্মীরা আমার সঙ্গে সাক্ষাৎ করেন। এটাকে নির্বাচন কমিশন আচরণবিধি ভঙ্গের মধ্যে এনেছে। এ বিষয়ে চিঠি পেয়েছি। যথাসময়ে অনুসন্ধান কমিটির নির্দেশ অনুযায়ী লিখিত জবাব দেব।’

জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যা পদক্ষেপ নেওয়া দরকার, তার সবটুকু প্রয়োগ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রতিটি উপজেলায় অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। সেখানে যেকোনো ব্যক্তি নির্বাচন সম্পর্কিত অভিযোগ কিংবা তথ্য দিতে পারবেন। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।