চাঁপাইনবাবগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণের দাগ। চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে বুধবার সন্ধ্যায়
ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে অবস্থিত টেনিস কোর্টে বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আদীব আলী, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার সীপন মোদক, পুলিশ সুপার ছাইদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ও গোয়েন্দা সংস্থার লোকজন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, এখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভয় দেখাতে এ ঘটনা ঘটানো হয়েছে। এর আগে ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা-পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর থেকে শহরের ৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জেলা নির্বাচন কার্যালয়, জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে, বিএনএম প্রার্থী আবদুল মতিনের বাড়ির দেয়ালে, আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য আবদুল ওদুদের রাজনৈতিক কার্যালয় ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের এসব ঘটনা ঘটে।

আরও পড়ুন