বিজয়নগরে পাচারের সময় ৩ হাজার কেজি এমওপি সার জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পাচারের সময় ৩ হাজার কেজি বা ৭৫ মণ মিউরেট অব পটাশ (এমওপি) সারসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকা থেকে সারসহ পিকআপটি জব্দ করে উপজেলা কৃষি কার্যালয়। এ সময় সজীব মিয়া (২৫) নামের এক তরুণকে আটক করা হয়।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকার জাকির হোসেন নামের এক ডিলার উপজেলায় কৃষকদের মধ্যে বিতরণের জন্য সার বরাদ্দ পান। সেখান থেকে ৬০ বস্তা (৩ হাজার কেজি) সার একটি পিকআপে করে বিজয়নগর থেকে আশুগঞ্জ উপজেলার দিকে নেওয়া হচ্ছিল। প্রতি বস্তায় ৫০ কেজি করে সার ছিল। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে মহাসড়কের রামপুর এলাকায় সারসহ পিকআপটি জব্দ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাব্বির আহমেদ। এ সময় পিকআপে থাকা সজীব মিয়াকে আটক করা হয়।

বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, এক উপজেলার সার আরেক উপজেলায় নেওয়ার কোনো নিয়ম নেই। জব্দ করা সারগুলো বিজয়নগর উপজেলার কৃষকদের জন্য বরাদ্দ করা। তিনি বলেন, আশুগঞ্জ উপজেলায় সারগুলো নিয়ে যাচ্ছিলেন সজীব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপসহ সার জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।