দিনাজপুরে ট্রাকের চাপায় শ্বশুর নিহত, জামাতা হাসপাতালে
দিনাজপুর সদর উপজেলায় কাঞ্চন সেতুর ওপর ট্রাকের চাপায় ভ্যানচালক শ্বশুর সোলায়মান (৬৫) নিহত হয়েছেন। এতে আহত তাঁর মেয়ের জামাতা আনিসুর রহমান (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। আর আহত আনিসুর রহমান সদর উপজেলার উচার মোড় এলাকার লালচান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদ বলেন, সোলায়মান ও আনিসুর রহমান ভ্যানে করে দিনাজপুর শহরে আসছিলেন। ভ্যান চালাচ্ছিলেন সোলায়মান। ভ্যানটি কাঞ্চন সেতুর ওপর উঠলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সোলায়মান মারা যান। পরে আহত অবস্থায় আনিসুর রহমানকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয় লোকজনের ধাওয়ায় ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাক রেখে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকটি থানা হেফাজতে নিয়েছে।
পুলিশ জানায়, স্বজনেরা সোলায়মানের লাশ নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাহলে অপমৃত্যুর মামলা হবে।