মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

মোটরসাইকেলের ধাক্কায় নিহত বীর মুক্তিযোদ্ধা জানে আলম চৌধুরী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত ওই বীর মুক্তিযোদ্ধার নাম জানে আলম চৌধুরী (৭৩)। তিনি মিরসরাই উপজেলার মিরসরাই ইউনিয়নের পশ্চিম কিচমত জাফরাবাদ এলাকার হাফেজ আহমেদের ছেলে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির হোসেন প্রথম আলোকে বলেন, শুক্রবার সকাল নয়টায় বীর মুক্তিযোদ্ধা জানে আলম চৌধুরী বাড়ি থেকে বের হয়ে বাজারে যেতে মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

জানে আলম চৌধুরীর লাশ তাঁর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা জানে আলম চৌধুরীর প্রতিবেশী নাইম উদ্দিন প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা জানে আলম চৌধুরীর জানাজা শুক্রবার মাগরিবের নামাজের পর তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানে আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।