প্রধানমন্ত্রীর জন্মদিনে সভাপতির অনুষ্ঠানে সম্পাদক সমর্থকদের হামলার অভিযোগ

পাবনার সুজানগরে আওয়ামী লীগ সভাপতির অনুষ্ঠানে লাঠিসোটা নিয়ে হামলা করেন সাধারণ সম্পাদকের সমর্থকেরা। বুধবার দুপুরে উপজেলা সদরে
ছবি: প্রথম আলো

পাবনার সুজানগর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় রয়েছি। তবে শুনেছি, কিছু ব্যক্তি সভাপতি ও তাঁর লোকজনের কাছে পাওনা টাকা চাইতে সেখানে জড়ো হয়েছিল। তারাই বিক্ষোভ করেছে।’

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব ও সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামানের সমর্থকেরা পৃথক অনুষ্ঠানের আয়োজন করেন। বেলা ১১টার দিকে প্রথমে শাহিনুজ্জামানের সমর্থকেরা উপজেলা সদরে আনন্দমিছিল করেন ও কেক কাটেন। এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে সভাপতির সমর্থকেরা পৃথক অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মো. কামরুজ্জামান।

অনুষ্ঠান শেষে দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৫৭টি মন্দিরে অনুদান দেওয়ার জন্য প্রধান অতিথি মো. কামরুজ্জামান, আবদুল ওহাবসহ অন্য ব্যক্তিরা উপজেলা সদরের একটি দোকানে আসেন। সেখানে বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই দোকানে পৌঁছার পর দুই–আড়াই শ যুবক লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা। ঘটনাস্থলে থাকা পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সভাপতিসহ অন্য ব্যক্তিদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামানের সহযোগী পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলমের নেতৃত্বে একদল যুবক আচমকা হামলা চালিয়েছিল। পুলিশের সহযোগিতায় আমরা প্রাণে রক্ষা পাই।’

জানতে চাইলে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, সভাপতি ও সম্পাদকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর ধারাবাহিকতায় আজকের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ থাকায় কেউ হতাহত হননি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিবেশ স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।