নিখোঁজের পর জঙ্গলে মিলল অটোরিকশাচালকের লাশ

লাশ
প্রতীকী ছবি

বগুড়ায় সাজু মিয়া (৫২) নামের এক আসামির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

সাজু মিয়া শহরের আটাপাড়া এলাকার আবু তালেবের ছেলে ও পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক। তিনি স্ত্রীকে নিয়ে শহরতলির বড়কুমিড়া এলাকায় বসবাস করতেন। সাজু আটটি মাদক মামলার আসামি বলে দাবি করেছেন উপশহর ফাঁড়ির পরিদর্শক সুজন মিয়া।

পুলিশ ও সাজুর পরিবার সূত্রে জানা গেছে, সাজু মিয়া রিকশা চালাতেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে বারপুর এলাকার একটি গ্যারেজে রিকশা রেখে বড়কুমিড়ার উদ্দেশে রওনা দিয়ে সাজু মিয়া নিখোঁজ হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সাজু মিয়ার খোঁজখবর করতে থাকেন।

একপর্যায়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঝোপগাড়ি এলাকার একটি জঙ্গলে আজ সাজুর গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, সাজু মিয়ার বিরুদ্ধে মাদকের আটটি মামলা রয়েছে বলে তাঁর স্ত্রী জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যারহস্য উদ্‌ঘাটনে পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ছাড়াও অন্যান্য সংস্থা কাজ করছে। তাঁর লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।