ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাগরের নামে পঞ্চগড়ে হলো সড়কের নামকরণ
ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত সাগর রহমানের (২০) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পঞ্চগড়ে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাতমাইল মোড় থেকে ধামেরঘাট পর্যন্ত প্রায় প্রায় আড়াই কিলোমিটার কাঁচা সড়কটির নাম রাখা হয়েছে ‘শহীদ সাগর স্মরণীয় রোড’। আজ বৃহস্পতিবার বিকেলে সড়কটির সাতমাইল মোড়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন নতুন নামফলক উন্মোচন করেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বী, চাকলাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান, সাগরের মা–বাবাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাগর চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়া পাড়া এলাকার রবিউল ইসলাম ও সখিনা আক্তার দম্পতির সন্তান। তবে সাগরের বয়স যখন মাত্র ১০ মাস, ঠিক তখনই তাঁর মা–বাবার ছাড়াছাড়ি হয়। এরপর সখিনা আক্তার সাগরকে নিয়ে ফিরে আসেন দিনমজুর মা–বাবার বাড়িতে। কিছুদিন পরই মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ পড়েন সখিনা আক্তার। অসুস্থ মা ও নানা-নানির কষ্টের সংসারে বড় হন সাগর। চার বছর আগে নানা সপিজ উদ্দিনের মৃত্যুর পর নানির সঙ্গে মানুষের বাড়িতে কাজ করতেন সাগর।
২০২২ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাস করে অভাবের কারণে ঢাকায় আসেন। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কাজ নিয়ে মেরুল বাড্ডায় মামার সঙ্গে থাকতেন ভাড়া বাড়িতে। সেখান থেকেই গত ৫ আগস্ট বিকেলে ছাত্র-জনতার মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হন। ওই দিন রাত ১১টার দিকে মুগদা হাসপাতালে সাগরের লাশ খুঁজে পান স্বজনেরা। পরদিন ৬ আগস্ট সাগরের লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।
সাগরের নানি হালিমা খাতুনের ইচ্ছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় ‘শহীদ সাগর স্মরণীয় রোড’ নামকরণ বাস্তবায়ন করল।