পঞ্চগড়ে বাড়ির আঙিনায় রাখা বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

গরুকে খাওয়ানোর জন্য ভাতের ফেন মিশ্রিত পানি বালতিতে ভরে রাখা হয়েছিল বাড়ির আঙিনায়। এ সময় নতুন হাঁটতে শেখা ১৩ মাস বয়সী শিশু ফারিহা আক্তার দুটি লেবু নিয়ে সেই পানিতে ধুতে যায়। পড়ে যাওয়া লেবু তুলতে গিয়ে ফারিহা নিজেই বালতিতে উল্টে পড়ে মারা যায়।

আজ সোমবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সরকার পাড়া এলাকায় ঘটেছে। ফারিহা আক্তার সরকার পাড়া এলাকার নির্মাণশ্রমিক ফরিদুল ইসলামের একমাত্র সন্তান। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটির পরিবারের বরাত দিয়ে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মশিয়ার রহমান বলেন, সকালে শিশুটি মা ও চাচি বাড়ির উঠানে বসেই খেত থেকে তোলা বাদাম গাছ থেকে ছাড়ানোর কাজ করছিলেন। এ সময় শিশুটি আঙিনায় খেলছিল। এর কিছুক্ষণ পর তাঁরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দেখেন, শিশুটি আঙিনায় রাখা বালতির পানিতে ডুবে আছে। পরে তাঁরা সেখান থেকে শিশুটিকে তুলে দেখেন, মারা গেছে।

মশিয়ার রহমান আরও বলেন, মারা যাওয়ার সময় শিশুটির হাতে দুটি লেবু ছিল। সবাই ধারণা করছে, শিশুটি লেবু দুটি পানিতে ধোয়ার সময় বালতির মধ্যে উল্টে পড়ে যায়।

এ বিষয়ে বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ কিছু জানায়নি।