৯৯৯ নম্বরে ফোন, জগন্নাথপুরে বাল্যবিবাহ বন্ধ করল পুলিশ

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় বরের অপেক্ষায় কনে সেজে বসেছিল কিশোরী। কনের বাড়িতেও চলছিল বিয়ের সব আয়োজন। এরই মধ্যে স্থানীয় কোনো এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে বাল্যবিবাহের বিষয়টি জানান। পরে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বরযাত্রীর জন্য অপেক্ষা করেছিলেন কনেপক্ষের লোকজন। এমন সময় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাসের নেতৃত্বে একদল পুলিশ বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয়।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাস বলেন, ৯৯৯ থেকে আসা ফোনে বাল্যবিবাহের খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করেছেন তিনি। সেই সঙ্গে দুই পরিবারের সদস্যদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানানো হয়। পরে উভয় পরিবারের অভিভাবকদের বাল্যবিবাহ না দেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।

জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর সুহেল মিয়া বলেন, ছেলে ও মেয়ে উভয়ের পরিবার অত্যন্ত দরিদ্র ও অসচেতন। বাল্যবিবাহের বিষয়টি বুঝিয়ে বলার পর তা বন্ধ করা হয়েছে।