সাতক্ষীরায় শিক্ষককে পিটিয়ে হত্যার পর পিটুনিতে প্রাণ গেল হত্যাকারীর
সাতক্ষীরার তালায় একটি মাদ্রাসার শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম হাফেজ মাওলানা শরিফুল ইসলাম (৪০)। তিনি শাহাপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক ছিলেন। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে মাদ্রাসার বারান্দায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপর গ্রামবাসীর পিটুনিতে নিহত হন মাদ্রাসাশিক্ষককে হত্যায় অভিযুক্ত রিয়াজুল ইসলাম (৩৫)।
নিহত মাদ্রাসাশিক্ষক শরিফুল ইসলামের বাড়ি উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামে। রিয়াজুল ইসলামের বাড়িও একই গ্রামে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল গফফার জানান, শাহাপুর গাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শরিফুল ইসলাম গাজী রোববার বেলা তিনটার দিকে দুপুরের খাবার খেয়ে মাদ্রাসায় আসেন। তিনি মাদ্রাসায় এসে দেখেন এলাকার মাদকাসক্ত রিয়াজুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। প্রধান শিক্ষক রিয়াজুলকে চলে যেতে বলে কক্ষের দিকে যাচ্ছিলেন। এ সময় রিয়াজুল পেছন দিক থেকে লাঠি দিয়ে শরিফুল ইসলামের মাথায় আঘাত করলে তিনি বারান্দার ওপরে পড়ে যান। পরে মাথা ও মুখে একাধিক আঘাত করে তাঁকে হত্যা করা হয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী রিয়াজুলকে ধরে পিটুনি দিলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দীন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুটি লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’