রংপুরে পুলিশি বাধায় বিএনপি সড়কে নামতে পারেনি

রংপুরে মহানগর বিএনপির বিক্ষোভ–মিছিলে পুলিশের বাধা। আজ বেলা ১১টায় নগরের গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

রংপুরে দুই দফা চেষ্টা করেও পুলিশের বাধার কারণে বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে নামতে পারেননি বিএনপির নেতা–কর্মীরা। অবশেষে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনেই কর্মসূচি পালন করতে হয় তাঁদের। ঢাকার পল্লবীতে সমাবেশে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের ডাক দেয় রংপুর বিএনপি।

আজ রোববার বেলা ১১টায় রংপুর নগরের গ্র্যান্ড হোটেল মোড়ের পাশে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে রংপুর মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কে যাওয়ার মুহূর্তে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজনা দেখা দেয়। একইভাবে বিকেল পাঁচটার দিকে জেলা বিএনপিও বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে নামতে ব্যর্থ হয়। একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করেন নেতা-কর্মীরা।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সভাপতি নূর হাসান, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুন্নবী চৌধুরী প্রমুখ। বিকেলে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, তাঁদেরকে শান্তিপূর্ণ মিছিলও করতে দেওয়া হচ্ছে না। পুলিশ দিয়ে লাঠিপেটা করা হচ্ছে। আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা নিয়ে হামলা চালাচ্ছে। এটাই কি গণতন্ত্রের নমুনা। এভাবে দমন–পীড়ন করে বেশি দিন টিকতে পারবে না আওয়ামী লীগ।

রাজপথে বিক্ষোভ সমাবেশের অনুমতি না থানায় বিএনপির বিক্ষোভ মিছিল সড়কে নামতে দেওয়া হয়নি বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান।