আনিস খুন: প্রেম, ব্ল্যাকমেল নাকি পাওনা টাকা

মো. আনিস

চট্টগ্রামের বায়েজিদে উদ্ধার হওয়া লাশের টুকরাগুলো রাউজানের কসাই মো. আনিসের। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে নগর পুলিশ জানায়, অক্সিজেন শহীদনগরে এক নারী প্রথমে নোড়া দিয়ে আনিসের মাথায় আঘাত করেন। পরে ভাই ও এক স্বজনের সহায়তায় চাপাতি দিয়ে শরীর ছয় টুকরা করে খাল-ভাগাড়ে ফেলে দেয়। পাঁচ বছরের প্রেমিকার দাবি, ছবি দিয়ে ব্ল্যাকমেল করায় হত্যা। আনিসের স্বজনদের দাবি, ২ লাখ টাকা পাওনা চাওয়ায় এ হত্যাকাণ্ড। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।