তিন দিনের জন্য বন্ধ ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়ক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কটি আজ সোমবার বিকেল পাঁচটা থেকে পরবর্তী তিন দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে সড়কটি ব্যবহার করে চট্টগ্রাম নগর ও দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলাগামী গাড়িগুলোকে বিকল্প পথে যাওয়ার অনুরোধ করেছে ফৌজদারহাট ট্রাফিক পুলিশ।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্সের প্রকল্প পরিচালক রবিউল হক প্রথম আলোকে বলেন, সংযোগ সড়কের ফৌজদারহাট অংশে রেললাইনের ওপর থাকা পুরোনো ওভারব্রিজের ওপর বিটুমিনের আস্তর দেওয়া হবে। সে জন্য আজ সোমবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে। বিটুমিনের স্থায়িত্ব বাড়ানোর জন্য তিন দিন সড়ক বন্ধ রাখতে হচ্ছে।
ফৌজদারহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আজম মাহমুদ প্রথম আলোকে বলেন, সড়কটি বন্ধ রাখার বিষয়ে তাঁদের কাছে ইতিমধ্যে নির্দেশনা এসেছে। সড়কটি বন্ধ থাকাকালীন ওই সড়কে যাতায়াতকারীদের মূল শহরের ভেতর দিয়ে যেতে হবে। ফলে বাড়তি সময় লাগবে। সে জন্য যাতায়াতকারীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে অনুরোধ করেন তিনি।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, ওই সড়ক দিয়ে মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে চট্টগ্রাম নগরের পূর্বাংশ ও দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় চলাচলকারী গাড়ি যাতায়াত করে। এতে চট্টগ্রাম নগরের গাড়ির চাপ কম থাকে। সড়কটি বন্ধ থাকলে চট্টগ্রাম শহরের ভেতরে গাড়ির চাপ বাড়বে। ফলে সেখানে যানজট কিছুটা বাড়ার সম্ভাবনা আছে।