সাতক্ষীরায় হরিণের মাংস খেতে গিয়ে ৫ জনকে যেতে হলো কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রান্না করা হরিণের মাংস খেতে গিয়ে গ্রেপ্তার হয়ে পাঁচজনকে কারাগারে যেতে হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের জনাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে বন বিভাগ। পরে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া পাঁচজন হলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সোয়ানী গ্রামের ফজর আলী (২৪), দোয়ানী গ্রামের মো. শাকিল হোসেন (২০), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বড়টিয়া গ্রামের মোহাম্মদ আলী (২৪), ঘিওর উপজেলার করজোনা গ্রামের নুর মোহাম্মদ (২৫) ও রাজবাড়ীর বালিয়াকান্দি গ্রামের আবদুল কাদের (২৯)।

অভিযানের সময় আবদুল কাদের ও মো. শাকিল দাবি করেন, জনাব আলীর আমন্ত্রণে শনিবার দুপুরে তাঁর বাড়িতে যান তাঁরা। আকস্মিকভাবে বনকর্মীরা সেখানে অভিযান চালালে বাড়ির লোকজন পালিয়ে যান। এ সময় বন বিভাগের সদস্যরা তাঁদের পাঁচজনকে আটক করেন। ওই বাড়িতে হরিণের মাংস রান্না হচ্ছিল, নাকি অন্য কোনো মাংস রান্না হচ্ছিল, তা তাঁরা জানতেন না।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মো. শাহাদাৎ জালমী বলেন, হরিণের মাংস দিয়ে ভূরিভোজ করার জন্য কয়েকজনকে আমন্ত্রণ করেন শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের জনাব আলী। এমন খবরে তাঁরা শনিবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির লোকজন তাঁদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। বাড়িতে অবস্থানরত পাঁচজনকে আটক করা হয়। এ সময় রান্নার জন্য প্রস্তুত করা দুই কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন আইনে তিনি বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মো. শাহাদাৎ জালমী বলেন, হরিণের মাংস দিয়ে ভূরিভোজ করার জন্য কয়েকজনকে আমন্ত্রণ করেন শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের জনাব আলী। এমন খবরে তাঁরা শনিবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির লোকজন তাঁদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। বাড়িতে অবস্থানরত পাঁচজনকে আটক করা হয়। এ সময় রান্নার জন্য প্রস্তুত করা দুই কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন আইনে তিনি বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।