মাদারীপুরে জমি নিয়ে বিরোধ, নারীসহ ৮ জনকে কুপিয়ে জখম
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ আটজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মিয়ারচর এলাকার আবদুল দলিলউদ্দিন সরদারের ছেলে সোহরাব সরদার (৬০), একই এলাকার খালেদ সরদারের ছেলে মাসুদ সরদার (২০), সোহরাব সরদারের ছেলে আকাশ সরদার (১৬), খালেক সরদারের স্ত্রী জুলেখা বেগম (৪৫), বাদশা সরদারের স্ত্রী মালা বেগম (৪২), হালান সরদারের ছেলে বিল্লাল সরদার (৪০), আসাদ সরদার (৪৪) ও স্ত্রী সোরেফা বেগম (৭০)। এই আটজনের মধ্যে আসাদ ও বিল্লালকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিয়ারচর এলাকার আসাদ সরদারের সঙ্গে তাঁর চাচাতো ভাই ও প্রতিবেশী জালাল সরদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মীমাংসার জন্য এলাকায় বেশ কয়েকবার সালিস বৈঠক করেন স্থানীয় মাদবরেরা। এতে সমাধান না হলে ক্ষিপ্ত হয়ে আসাদ ও তাঁর পরিবারের ওপর দুপুরে অতর্কিত হামলা চালান জালাল ও তাঁর লোকজন। এ সময় দেশি অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে আটজনকে আহত করা হয়।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রিয়াদ মাহামুদ বলেন, ধারালো অস্ত্রে আঘাতপ্রাপ্ত হয়ে নারীসহ আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মাথা, হাত ও পায়ে একাধিক স্থানে আঘাত রয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে আহত আসাদ সরদার বলেন, ‘সামান্য কিছু জমির জন্য জালালরা আমার পরিবারের সবাইকে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল। বাহির থেকে লোকজন নিয়ে এসে আমাদের নির্মমভাবে কুপিয়ে জখম করে। আমার মা–বোনদেরও কুপিয়ে জখম করা হয়েছে। সবার শরীরে কোপের আঘাত। আমি এ ঘটনার বিচার চাই।’
অভিযোগের বিষয় জানতে চাইলে জালাল সরদার বলেন, ‘আমার চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে কোর্টে মামলা চলমান। কোর্টের নির্দেশনা না মেনে ওরা জমি দখল করতে এলে আমরা বাধা দেই। পরে ওরা আমাদের ওপর আক্রমণ করতে গেলে আমরা ওদের প্রতিরোধ করি। কিন্তু আমার কোনো লোকজন আসাদ ও তাঁর ভাইদের ওপর একটাও কোপ দেয় নাই। ওরা আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে জমি দখল করতে চাচ্ছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তাঁরা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। সেই সঙ্গে যাঁরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন, তাঁদের আটক করতে পুলিশ কাজ করছে।