শাবিপ্রবিতে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি, উত্তেজনা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ কর্মীরা বলেন, দুপুরের দিকে শৌচাগারে গোসল করতে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক সজিবুর রহমানের এক অনুসারীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহসভাপতি মামুন শাহের এক অনুসারীর কথা–কাটাকাটি হয়। দুপুরের ঘটনার জের ধরে সন্ধ্যা সাতটার দিকে ছাত্রলীগের দুই পক্ষের অনুসারীরা পৃথকভাবে হলের ভেতরে অবস্থান নেয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। পরে রাত আটটার দিকে উভয় পক্ষের দুই নেতাসহ ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মামুন শাহ বলেন, ‘ছোটখাট ভুল–বোঝাবুঝি হয়েছিল। তবে এটা মীমাংসা হয়ে গিয়েছে।’ সজিবুর রহমান বলেন, ‘সিনিয়র, জুনিয়র দ্বন্দ্বে একটু সমস্যা হয়েছে। তবে আমরা বসে সেটা মিটমাট করে দিয়েছি। এখন পুরো সমস্যা সমাধান হয়ে গেছে।’