লাউয়াছড়ায় জিপ উল্টে সাত পর্যটক আহত

লাউয়াছড়া উদ্যানে দুর্ঘটনাকবলিত জিপ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে একটি পর্যটকবাহী জিপ উল্টে সাতজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

আহত ব্যক্তিদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত ব্যক্তিরা হলেন সঞ্চিতা রায় (৪০), মিলন সরকার (৪০), চিকিৎসক দীপিকা বণিক (৪০), মিতা সাহা (৪২), তোফায়েল আহম্মেদ (২৫), ঋদিতা সাহা (১৩), উমা রানী (৪৬)। তাঁরা কুমিল্লার নটরাজ নৃত্যালয়ের শিল্পী ও তাঁদের অভিভাবক। তাঁরা স্থানীয় একটি নৃত্য উৎসবে অংশ নিতে এসেছেন।

দুর্ঘটনাকবলিত জিপ গাড়িতে থাকা অভিজিৎ সরকার মুঠোফোনে বলেন, ‘আমরা শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়ায় যাচ্ছিলাম। উদ্যানের ভেতর প্রায় দুই কিলোমিটার পর হঠাৎ করে রাস্তার উঁচু জায়গায় ওঠার সময় গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক গাড়ি থেকে নেমে পড়েন। তখন জিপটি পেছনের দিকে নামা শুরু করে এবং উল্টে যায়। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে আমাদের হাসপাতালে পাঠান।’

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, দুর্ঘটনায় আহত সাতজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাঁদের মধ্যে একজন চিকিৎসকও ছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা শ্রীমঙ্গল নৃত্যালয় আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নিতে কুমিল্লা থেকে শ্রীমঙ্গল এসেছিলেন।

শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ প্রথম আলোকে বলেন, ‘তাঁরা (আহতরা) কুমিল্লার নটরাজ নৃত্যালয়ের নৃত্যশিল্পী ও অভিভাবক। আমাদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসবে তাঁরা অংশ নিতে এসেছিলেন। গতকাল তাঁরা নৃত্য পরিবেশন করেছেন। আজও তাঁদের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে তাঁরা সড়ক দুর্ঘটনায় পড়লেন।’