পরীক্ষার্থীদের নকল দিচ্ছেন শিক্ষক, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর জেলার মানচিত্র

পরীক্ষার্থীদের হাতে নকল তুলে দিচ্ছেন শিক্ষকেরা। ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছেন প্রশ্নের সমাধান। কেউ আবার মুঠোফোন দেখে প্রশ্নের উত্তরও বলে দিচ্ছেন পরীক্ষার্থীদের। এতটুকুতেই শেষ নয়, নির্ধারিত সময়ের পরও নেওয়া হচ্ছে পরীক্ষা।

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ফুটেজের এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওটি গত ২২ ফেব্রুয়ারি ও ৩ মার্চের বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করার জন্য জেলা প্রশাসক তিন সদস্যের একটি কমিটি করেছেন। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানকে প্রধান করে গত বৃহস্পতিবার বিকেলে এ কমিটি করা হয়। দুই কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কেন্দ্রটিতে ১০টি মাদ্রাসার ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। আটটি কক্ষে পরীক্ষা হলেও সিসিটিভি ক্যামেরা রয়েছে তিনটি কক্ষে। অপর পাঁচটি কক্ষে সিসিটিভি ক্যামেরা নেই। ভিডিওতে দেখা যায়, ৩ মার্চ বেলা একটায় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বেলা সোয়া একটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছে। ২২ ফেব্রুয়ারি পরীক্ষার নির্ধারিত সময় পার হওয়ার পর দরজা আটকে পরীক্ষা নিতে দেখা যায় কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের।
অভিযোগের বিষয়ে জানতে বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ হামিদুল ইসলামসহ একাধিক শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁদের সবার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

লক্ষ্মীপুর সদরের ইউএনও মো. আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ভিডিও নজরে আসার পর জেলা প্রশাসন তাঁকে প্রধান করে একটি তদন্ত কমিটি করেছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।