চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ১

চট্টগ্রামে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগে
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামে সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে আজ শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে। এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, বেলা ১১ টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের  নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, বেলা পৌনে একটায় আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সঙ্গে ইস্টার্ন রিফাইনারির অগ্নিনির্বাপণ ইউনিট কাজ করে। মিটারিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আগুন লাগার ঘটনায় একজন আহত হন বলে আবদুল হামিদ জানান।