চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নাশকতামূলক কি না, এ বিষয়ে জানা যায়নি। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অক্সিজেন–নিউমার্কেট রুটে চলাচলকারী বাস। বাসটি নিউমার্কেট মোড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাতে আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।